বিচি বিক্রি’র দুঃচিন্তায় হতাশ যুবক রুবেল

ঠাকুরগাঁওয়ের ভূল্লী বাজারের ১৯ বছর বয়সী রুবেল ইসলাম বর্তমানে এক অদ্ভুত সমস্যায় ভুগছেন। কারণ, তিনি নাকি “বিচি বিক্রি” করতে চেয়েছিলেন — কিন্তু ক্রেতা না পেয়ে এখন দুঃচিন্তায় দিন কাটাচ্ছেন!

কেউ ভাবল আমের বিচি, কেউ ভাবল লিচুর, আবার কেউ কেউ ভয়ে দূরে সরে গেল — “এই বিচি খেলে নাকি মানুষ হাসতে হাসতে পাগল হয়ে যায়!”

রুবেল জানান, “আমি তো ভেবেছিলাম বিচি বিক্রি করে বড় ব্যবসায়ী হবো, এখন দেখি বাজারে শুধু আমার বিচ্ছু অবস্থাই বিক্রি হচ্ছে!”

এদিকে স্থানীয় চা-দোকানে এই খবর নিয়ে তুমুল আলোচনা চলছে। এক চাচা হেসে বলেন, “রুবেল যদি বিচি না বিক্রি পারে, তাহলে এখন তাকে বুদ্ধি বিক্রি করা উচিত!”

বর্তমানে রুবেল ভাবছেন, বিচি বিক্রির ব্যবসা বাদ দিয়ে “বিচি সংরক্ষণ” কেন্দ্র খুলবেন, যেখানে মানুষ এসে শুধু বিচি দেখে চলে যাবে — টিকিট কেটে! 

 

রুবেল এখনো আশায় আছেন — যদি কেউ এসে বলেন, “ভাই, এক কেজি বিচি দিন তো!” 

বিজ্ঞাপন

আলমগীর হোসেন

তরুণ সংবাদ কর্মী ও শিক্ষার্থী

Leave a Reply

Back to top button