বান্ধবীর অনুপ্রেরণায় পড়াশুনা শুরু করবেন যেভাবে

প্রেরণা যদি সঠিক জায়গা থেকে আসে, তবে কোনো পরিবর্তনই অসম্ভব নয়। এমনই এক গল্পের নায়ক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আলমগীর, যিনি এতদিন পড়াশোনার প্রতি একদম উদাসীন ছিলেন। কিন্তু বান্ধবী তোফার অনুপ্রেরণায় এবার বদলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ছবিঃ তোফা
ছবিঃ আলিয়া আক্তার তোফা

 

তোফা একজন প্রচণ্ড মেধাবী শিক্ষার্থী, যার লক্ষ্য ভবিষ্যতে বড় কিছু করা। কিন্তু আলমগীর ছিল তার একদম বিপরীত—পড়াশোনার ব্যাপারে একেবারেই দায়িত্বহীন। উচ্চমাধ্যমিক পরীক্ষা মাত্র ১০৫ দিন দূরে, অথচ আলমগীরের বইখোলা পর্যন্ত হয়নি। বিষয়টি নিয়ে তোফা ছিলেন চিন্তিত।

তোফা বলেন, “আলমগীর খুব অভদ্র একজন মানুষ, কিন্তু ওর ভবিষ্যৎ নিয়ে আমি দুশ্চিন্তায় চলে যাই। বারবার বুঝিয়েছি, পড়াশোনা না করলে জীবনে ভালো কিছু করা সম্ভব নয়। অবশেষে ও গুরুত্ব দেওয়া শুরু করেছে।”

বান্ধবীর অনুপ্রেরণা আর পরামর্শ শুনে আলমগীর এখন পড়াশোনায় মনোযোগী হওয়ার প্রতিজ্ঞা করেছেন। তিনি বলেন, “তোফার কথাগুলো আমাকে ভাবতে বাধ্য করেছে। জীবনে কিছু করতে হলে এখনই পরিবর্তন আনতে হবে।”

এখন দেখার বিষয়, তোফার অনুপ্রেরণায় আলমগীর কতদূর এগোতে পারেন!

বিজ্ঞাপন

আলমগীর হোসেন

তরুণ সংবাদ কর্মী ও শিক্ষার্থী

Leave a Reply

Back to top button